কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘দুই হাজার টাকা’ কর কতটা সংবিধানসম্মত

প্রথম আলো এম এম খালেকুজ্জামান প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ১৯:০৬

পলিটিকো লিগ্যাল ইকোনমির মতো আন্তশাস্ত্রীয় আলোচনা খুব হতে দেখা যায় না। এ আমাদের বিদ্যায়তনিক সীমাবদ্ধতা। পলিটিকো লিগ্যাল ইকোনমির ত্রিবিধ আলোচনার অভিমুখ হচ্ছে আইন (সংবিধান) অর্থনীতি ও জনগণ। সেই ধারায় বাজেট যতটা না অর্থনৈতিক রোডম্যাপ, তার চেয়ে বেশি অর্থনীতির পথে রাজনৈতিক সুবিধা পাওয়ার প্রক্রিয়া।


‘অজনগণকরণের’ প্রথম ও প্রধান শিকার হয়ে থাকে জনগণ। জনগণকে জনগণকরণ একপ্রকারের সাধারণীকরণ বা সামান্যীকরণ। প্রায় অস্বীকারের মতো এক প্রপঞ্চ। আর অজনগণকরণ শাব্দিক বিচারে জনগণকরণের বিপরীত হলেও সামষ্টিক জনগণকে নিশ্চিহ্নকরণের এক ধরন বা প্রক্রিয়া। অজনগণ (আনপিপল) পরিভাষাটি কার্ল মার্ক্স, জর্জ অরওয়েল আর নোয়াম চমস্কির চিন্তাবাহিত হয়ে বিরাজ করছে সামাজিক বিজ্ঞানের ডিসকোর্সে। প্রতিবার বাজেট মানে গ্রহণ–প্রত্যাখ্যানের চেনা বাইনারির বাহাস। এবারে মানুষ এতই বিক্ষিপ্ত যে অতি দরকারি রাষ্ট্রীয় সেবা পেতে দুই হাজার টাকার বোঝার আবশ্যকীয় ভারও মালুম করতে পারছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও