কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাজমুলের দিনে এলোমেলো আফগানিস্তান

প্রথম আলো প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ১৮:২১

প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নেমে এমন একটা দিনের আশা নিশ্চয়ই করেনি আফগানরা। নাজমুল হোসেনের ১৪৬, মাহমুদুল হাসানের ৭৬ রানের ইনিংসে মিরপুর টেস্টের প্রথম দিনই ৫ উইকেটে ৩৬২ রানের বড় স্কোরে নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। টপ অর্ডারের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে মুমিনুল হক বা লিটন দাস ইনিংস বড় করতে পারেননি, তবে এখনো অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। দুজনের জুটি অবিচ্ছিন্ন ৭২ রানে, ৪৩ রানে ব্যাটিং করছেন মিরাজ, মুশফিক অপরাজিত ৪১ রানে।


মিরপুরের সবুজাভ উইকেট আলোচনায় ছিল ম্যাচ শুরুর আগে থেকেই। সঙ্গে গত কয়েক দিনে ঢাকায় হয়ে যাওয়া বৃষ্টির কারণে টসে জিতে ফিল্ডিং নেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি, আট বছর পর বাংলাদেশের মাটিতে কোনো টেস্টে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠাল কোনো দল। মিরপুরের উইকেট বেশ ব্যাটিং সহায়ক ছিল তা বলা যাবে না। তবে বেশ আর্দ্র দিনে অনভিজ্ঞ আফগানদের বোলিং উইকেট থেকে সুবিধা আদায়ের মতো ছিল না কোনোভাবেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও