কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোটিপতিরা কেন দলে দলে ভারত ছাড়ছেন? এ বছরে ৬,৫০০ জন কোন কোন দেশে পাড়ি দিতে পারেন?

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ১৭:২৭

ধনী ভারতীয়দের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা বাড়ছে। বাড়ছে, প্রথম বিশ্বে গিয়ে থিতু হওয়ায় তৎপরতা। ‘হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট ২০২৩’ জানাচ্ছে, গত এক বছরের হিসাবে দেশ ছাড়তে চলেছেন অন্তত ৬,৫০০ জন ‘মিলিয়নেয়ার’ (যাঁদের সম্পদের পরিমাণ অন্তত ১ মিলিয়ন বা ১০ লক্ষ ডলার অর্থাৎ ৮ কোটি টাকা) ভারতীয়!


গত ডিসেম্বরে আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা ‘হেনলি এবং পার্টনার্স’ এক প্রতিবেদনে জানানো হয়েছিল, রাশিয়া, চিন এবং ভারতের কোটিপতিদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা গত কয়েক বছর ধরে দ্রুত বেড়েছে। সাম্প্রতিক রিপোর্ট অবশ্য জানাচ্ছে, সেই প্রবণতা গত এক বছরে সামান্য হলেও কমেছে। কারণ, তার আগের এক বছরে দেশ ছেড়েছিলেন ৭,৫০০ জন ভারতীয় কোটিপতি।


চলতি বছরে তা অন্তত হাজার কমতে চলেছে। ওই তালিকায় প্রথম স্থানে থাকা চিন থেকে গত ১ বছরে ১৩ হাজার ৫০০ কোটিপতি ভিন্‌দেশে পাড়ি দিতে চলেছেন। আরও পড়ুন: বিজেপির চাপে শিন্ডেসেনা পিছু হটল! বিতর্কিত সেই বিজ্ঞাপন রাতারাতি বদলে গেল মহারাষ্ট্রে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বন্ধ হতেই ইস্তফার ঢল মহিলা কর্মীদের! টাটা গোষ্ঠীর তথ্যপ্রযুক্তি সংস্থায় সমীক্ষা সংস্থার রিপোর্ট বলছে, দেশত্যাগী ভারতীয় কোটিপতিদের মূল গন্তব্য দুবাই এবং সিঙ্গাপুর। কর সংক্রান্ত সুযোগ-সুবিধার কারণেই তাঁরা ওই দুই দেশে যাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও