ভারত-পাকিস্তানে ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটাবে ‘বিপর্যয়’
আরব সাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’র প্রভাবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য সিন্ধের উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ও গুরুতর ক্ষয়ক্ষতি ঘটবে বলে সতর্কবার্তা দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) গুজরাট শাখা।
বর্তমানে আরব সাগরের উপকূলে অবস্থিত গুজরাটের জাখাউ বন্দর থেকে মাত্র ২৮০ কিলোমিটার দূরে আছে ‘বিপর্যয়’। ভারতের আবহাওয়া দপ্তরের দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পরবে গুজরাটের উপকূলে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইএমডির গুজরাট শাখার পরিচালক মনোরমা মোহান্তি সাংবাদিকদের বলেন, ’আমাদের পূর্বাভাস বলছে, ১৫ জুন বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৮টার মধ্যে এই ঘূর্ণিঝড়টি গুজরাটের কুচ-সৌরাষ্ট্র উপকূল, পাকিস্তানের মান্দভি ও করাচির মধ্যবর্তী উপকূল এবং জাখাউ বন্দরে আঘাত হানবে।’