You have reached your daily news limit

Please log in to continue


ইন্ডাস্ট্রিতে ২১টি বসন্ত পার! ‘সাথী’ নিয়ে আবেগঘন জিৎ, এত বছরে কী উপলব্ধি?

২০০২ সালের ১৪ জুন বাংলা বাণিজ্যিক ছবির ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন। কারণ সে দিনই মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘সাথী’। অভিনেতা জিতের কেরিয়ারের প্রথম ছবি। ছবিতে জিতের সঙ্গে প্রিয়ঙ্কা ত্রিবেদীর জুটি বাংলা বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছিল। একটানা ২৫ সপ্তাহ প্রেক্ষাগৃহের বাইরে ‘হাউসফুল’ বোর্ডের সাক্ষী ছিল বাংলা। জিতকেও আর ফিরে তাকাতে হয়নি।

বুধবার ইন্ডাস্ট্রিতে আবির্ভাবের ২১ বছর পূর্ণ করলেন পর্দার ‘বস’। এই বিশেষ দিনটিকে ঘিরে অভিনেতার আবেগের কথা অনেকেই জানেন। একাধিক সাক্ষাৎকারে ‘সাথী’ ছবি শুটিংয়ের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন জিৎ। বুধবার সমাজমাধ্যমে আরও এক বার প্রথম ছবি মুক্তি ঘিরে আবেগঘন পোস্ট করলেন অভিনেতা। টুইটারে একটি পোস্ট করে জিৎ লিখেছেন, ‘‘আপনাদের সঙ্গে ২১টা বছর কেটে গেল, কিন্তু তার পরেও মনে হয় সবে মাত্র শুরু করেছি। আমার মনে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার লক্ষ্যে অগণিত স্বপ্ন এবং আকাঙ্ক্ষা লালন করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন