কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শান্তর সেঞ্চুরি ও জয়ের ফিফটিতে ছুটছে বাংলাদেশ

সমকাল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ১৪:০১

ঢাকা টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জাকির হাসান (১) ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর তিনে নামা নাজমুল শান্তর দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। দারুণ ফিফটি করে খেলছেন মাহমুদুল জয়ও। বড় রানের পথে আছে স্বাগতিকরা।


বাংলাদেশ ৩৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮৮ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা জয় ১২০ বলে ৬৩ রানে খেলছেন। আটটি চার মেরেছেন তিনি। নাজমুল শান্ত ১২১ বলে ১০৪ রানে খেলছেন। তার ব্যাট থেকে ১৯টি চারের শট এসেছে। 


আট বছর পর জুনে ঘরের মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ। বৃষ্টির মৌসুম হওয়ায় এই সময় দেশে বাংলাদেশের খেলা থাকে কম। ঢাকা টেস্টেও আছে বৃষ্টির সম্ভাবনা।  


মিরপুরের উইকেট স্পিন সহায়ক বলেই পরিচিত। তবে এবার ঘাসের বেশ উপস্থিতি আছে বলে জানা গেছে। সবুজ উইকেট বিবেচনায় তামিম ও সাকিবহীন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও