সামাজিক আন্দোলন স্বেচ্ছায় রক্তদান
বিশ্ব রক্তদাতা দিবসে এবার যে স্লোগানটি ঠিক করা হয়েছে, তার একটি লক্ষ্য আছে। যাদের নিয়মিত রক্ত লাগছে, তাদের জন্য প্রত্যেক রক্তদাতা রক্ত বা প্লাজমা দানের মাধ্যমে কতটুকু ভূমিকা পালন করতে পারেন সেটিকেই তুলে ধরতে এবারের স্লোগান—রোব Give blood, give plasma, share life, share often. আসলে দিবস পালনের মূল উদেশ্য হলো, সবার কাছে এর তাৎপর্য তুলে ধরা। যাতে বছরব্যাপী সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করা যায়। এতে যে উদ্দেশ্যে দিবস পালন করা হয়, তা সফল হওয়ার সুযোগ থাকে।