মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকায় অভিবাসী মৃতের সংখ্যা প্রায় ৩৮০০

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ১১:০১

২০২২ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাগর ও স্থলপথ দিয়ে ইউরোপে প্রবেশ করতে গিয়ে প্রায় ৩ হাজার ৮০০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। ২০১৭ সালের পর ওই রুটে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড এটি।


জাতিসংঘের অভিবাসন সংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।


আইওএম জানিয়েছে, বছরটিতে সাহারা মরুভূমি ও ভূমধ্যসাগরের ক্রসিংসহ মেনা অঞ্চলে সমুদ্র এবং স্থলপথে ৩ হাজার ৭৮৯ জনের মৃত্যু রেকর্ড করেছে।


মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার জন্য আইওএমের আঞ্চলিক পরিচালক ওথমান বেলবেইসি বলেছেন, এই উদ্বেগজনক মৃত্যুর সংখ্যা অভিবাসীদের সুরক্ষা এবং সুরক্ষা বাড়ানোর জন্য অবিলম্বে মনোযোগ ও সমন্বিত প্রচেষ্টার দাবি করে।


আইওএম এই মানবিক সংকট মোকাবিলা করতে এবং প্রাণহানি রোধ করতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও