কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রবাসী ভক্ত ও পরিচিতজনদের একটাই কথা, ‘জায়েদ ভাই, দেশ ছাড়ছেন কবে’

প্রথম আলো প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ১০:০৬

ছবিসংশ্লিষ্ট কাজে তাঁকে নিয়ে আলোচনা বেশি না হলেও ছবির বাইরের কাজ ঘিরে বরাবরই আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। বিভিন্ন সময় দেওয়া তাঁর সাক্ষাৎকারে এসব আলোচনার সূত্রপাত। আলোচিত এই নায়ক এবার প্রথম আলোকে জানালেন, তিন দিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ জার্সিসহ কয়েকটি অঙ্গরাজ্য থেকে ভক্তদের ফোন পাচ্ছেন জায়েদ খান। তিনি জানালেন, ভক্ত ও পরিচিতজনদের একটাই কথা, ‘জায়েদ ভাই, দেশ ছাড়বেন কবে? অপেক্ষায় রয়েছি।’


জানা গেছে, যুক্তরাষ্ট্রে আয়োজিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে দ্বিতীয়বারের মতো নিউইয়র্কে যাচ্ছেন জায়েদ খান। দেড় দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে জায়েদ খানের শুরুটা হয় মহম্মদ হান্নানের ‘ভালোবাসা ভালোবাসা’ ছবিতে অভিনয় দিয়ে। এই দীর্ঘ অভিনয়জীবনে তাঁর অভিনীত চলচ্চিত্র ২০টির মতো। জায়েদ বলেন, ‘আমাকে নিয়ে ভক্তদের আগ্রহ কেমন, সেটা ফেসবুকে গেলেই বুঝতে পারবেন। যে কারণে যখন ঘোষণা করা হলো আমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছি, তখন সেখানকার ভক্ত ও পরিচিত অনেকেই ফোন দিচ্ছে। তাদের একই কথা, “জায়েদ ভাই, দেশ ছাড়বেন কবে?” আমি তাদের বলেছি, শিগগিরই দেখা হবে। ঈদের আগেই সেখানে যাব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও