স্বামীকে ‘হত্যার’ পর ইন্টারনেটে বিলাসবহুল কারাগার খুঁজেছিলেন নারী

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ১০:৪০

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের এক নারীর বিরুদ্ধে তাঁর স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। তদন্তে দেখা গেছে, তিনি মাত্রাতিরিক্ত ব্যথার ওষুধ দিয়ে স্বামীকে হত্যা করেছেন। প্রকাশ্যে এসেছে অবাক করে দেওয়ার মতো আরও তথ্য। স্বামীকে হত্যার পর ওই নারী ইন্টারনেটে ‘বিলাসবহুল কারাগারের’ খোঁজ করেছিলেন।


শুধু বিলাসবহুল কারাগার নয়, আরও নানা বিষয়ে ইন্টারনেটে খোঁজখবর নিয়েছিলেন কোউরি রিচিনস নামের ওই নারী। এর মধ্যে রয়েছে তিনি কোনো বার্তা মুছে ফেললে পরে তদন্তকারীরা তা দেখতে পাবেন কি না, জীবনবিমা প্রতিষ্ঠানগুলো বিমার অর্থ দিতে কত সময় নেয়, কেউ মিথ্যা বলছেন কি না, তা শনাক্ত করতে পুলিশ পরীক্ষা চালাতে পারে কি না—এমন সব প্রশ্ন।


ইন্টারনেটে এ খোঁজখবর নিয়ে অবশ্য কোউরির আইনজীবীদের ভাষ্য, এর মাধ্যমে আসলে তিনি স্বামীর মৃত্যুতে করা মামলা নিয়ে গবেষণা করতে চাইছিলেন। দেখতে চেয়েছিলেন, কীভাবে মামলার তথ্যপ্রমাণগুলো সংগ্রহ করা হয়। এর সঙ্গে কোউরির হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কোনো সংযোগ নেই।





সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও