বর্ষার আগেই ভাঙন রোধে কাজ করা হচ্ছে : উপমন্ত্রী
সমকাল
প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ১০:৩১
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আগামী বর্ষার আগেই নদীভাঙন রোধে কাজ করছে পানিসম্পদ মন্ত্রণালয়। কোথাও যেন ভাঙন না হয়, সে লক্ষ্যে আগেই কাজ করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও লৌহজংয়ে দিনব্যাপী বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৪৭৮ কোটি টাকা ব্যয়ে দুই উপজেলায় পদ্মা নদীর বাম তীর রক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।