কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘রক্তের টানে’ পাশে আছেন স্বেচ্ছাসেবীরা

প্রথম আলো প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ০৯:০৭

সুনামগঞ্জ শহরে জরুরি রক্তের প্রয়োজন হলে অনেকের মনে প্রথম যে নামটি আসে তিনি হলেন মুজাহিদুল ইসলাম (৪৬)। তাঁর সঙ্গে যোগাযোগ করলে ‘ব্যবস্থা একটা হবেই’ বলে ধারণা অনেকের। তিনি নিজে রক্তদাতা, রক্ত জোগাড় করে দেন এবং মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করেন। ২৮ বছর ধরে এই মহৎ কাজে যুক্ত তিনি।


সুনামগঞ্জে বর্তমানে স্বেচ্ছায় রক্তদান করার প্রবণতা বাড়ছে। স্বেচ্ছাসেবীদের মধ্যে তরুণ-তরুণীদের সংখ্যাই বেশি। তাঁরা সব সময় বিপদে-আপদে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।


সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার বাসিন্দা মুজাহিদুল ইসলাম বলেন, ১৯৯৪ সালে সুনামগঞ্জ সরকারি কলেজের এক শিক্ষকের রক্তের জরুরি প্রয়োজন হয়। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু রক্ত পাওয়া যাচ্ছিল না। তখন সেখানে মুজাহিদুল ইসলামসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। একপর্যায়ে ওই শিক্ষক মারা যান। বিষয়টি সবাইকে নাড়া দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও