ফ্রান্সের কোচ হওয়ার আশা ছাড়ছেন না জিদান
জিনেদিন জিদানের কথা শুনলে বহুলচর্চিত কথাটা মনে পড়তে পারে—মানুষ আশায় বাঁচে!
২০২১ সালে জিদান রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব ছাড়ার পর প্রশ্নটা উঠেছিল। এরপর কী? সবাই ভেবেছিলেন, জিদান হয়তো ফ্রান্স জাতীয় দলের কোচ হবেন। ফ্রান্সের দায়িত্ব নেওয়ার ইচ্ছা তার আগেই জানিয়েছিলেন জিদান। কিন্তু দিদিয়ের দেশম তখন ফ্রান্সের কোচ। অপেক্ষা ছিল ২০২২ বিশ্বকাপ শেষ হওয়ার। কিন্তু তখনো জিদানের ভাগ্যে শিঁকে ছেড়েনি।
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের হারের পর দেশমের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ৫০ বছর বয়সী জিদান আর হয়তো ফ্রান্সের কোচ হতে পারবেন না, এমনটা ভেবে নিয়েছেন সবাই। কিন্তু ফরাসি কিংবদন্তি যে অন্য ধাতুতে গড়া মানুষ, সেটা বুঝিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্যাশন সাময়িকী জিকিউর সঙ্গে আলাপচারিতায়। জিদান এখনো ফ্রান্সের কোচ হওয়ার আশা ছাড়েননি।
- ট্যাগ:
- খেলা
- কোচ
- জাতীয় ফুটবল দল
- জিনেদিন জিদান