কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংস্কারে পেছালে অর্থনীতির সংকট আরও বাড়বে

সমকাল প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ০৯:৩২

প্রায় দেড় বছর ধরে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি খারাপ অবস্থায় রয়েছে। কিন্তু এ থেকে উত্তরণে তেমন কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে সংস্কার কার্যক্রম থেকে সরকার আরও পিছিয়ে গেলে অর্থনীতির সংকট প্রকট হতে পারে।


আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) আলোচনায় এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। মঙ্গলবার রাজধানীর বনানীতে পিআরআই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির স্টাডি সেন্টার অন ডমেস্টিক রিসোর্স মোবিলাইজেশনের (পিআরআই-সিডিআরএম) পরিচালক ড. আব্দুর রাজ্জাক। অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।


ড. আব্দুর রাজ্জাক বলেন, চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। আর আইএমএফ নির্ধারিত লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩৬ হাজার ৮০০ কোটি টাকা। অন্যদিকে সাময়িক হিসাবে প্রথম ১১ মাসে আদায় হয়েছে ২ লাখ ৮০ হাজার কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও