কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খুলনায় কি অস্তিত্ব–সংকটে পড়েছে জাতীয় পার্টি

প্রথম আলো খুলনা প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ০৮:০৭

সংসদ সদস্য, কাউন্সিলর থেকে শুরু করে প্রায় সবকিছুতেই একসময় দাপট ছিল দলটির। ছিল জনসমর্থনও। তবে অবস্থা পাল্টে এখন জনসমর্থন কমে গেছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকতে খুলনা পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তর, খুলনায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ স্থাপন, জাদুঘরসহ বিভিন্ন উন্নয়নকাজ করা হয়। কিন্তু এত কিছুর পরও মানুষের মন থেকে জাতীয় পার্টি হারিয়ে যেতে বসেছে।


কারণ হিসেবে দলটির নেতারা বলছেন, প্রায় ৩২ বছর ধরে ক্ষমতায় নেই জাতীয় পার্টি। নতুন প্রজন্মের ওপর এর একটা প্রভাব পড়ছে। নতুন প্রজন্ম জানে না, এরশাদের আমলে খুলনায় কেমন উন্নয়ন হয়েছে। আগে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের নেতিবাচক ভাবমূর্তিও দলটির সমর্থকদের ওপর প্রভাব ফেলেছে। তা ছাড়া বর্তমান সরকারের বিরোধী দলে থাকাটাকে ‘দালাল’ হিসেবে মনে করেন মানুষ। এ কারণেও জনসমর্থনে ভাটা পড়েছে বলে মনে করছেন নেতারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও