বিশ্ব রক্তদাতা দিবস আজ
আরটিভি
প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ০৬:৪৪
আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস। নিরাপদ রক্ত নিশ্চিত করতে ২০০৪ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। এবার দিবসটির প্রতিপাদ্য- ‘গিভ ব্লাড, গিভ প্ল্যাজমা, শেয়ার লাইফ, শেয়ার অফেন’। অর্থাৎ- ‘রক্ত দান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন জীবন বাঁচানোর এ অনন্য সুযোগ।’
এবছর দিবসটির বিশ্বব্যাপী অনুষ্ঠানের আয়োজক দেশ আলজেরিয়া। বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে পালিত হবে দিবসটি। এ উপলক্ষ্যে বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে দুই শতাধিক স্বেচ্ছাসেবক রক্তদাতা ও দুই শতাধিক থ্যালাসেমিক রক্তগ্রহীতার মিলনমেলা এবং বিশেষ সেমিনারের আয়োজন করেছে সাড়ে চার লক্ষাধিক সুসংগঠিত ডোনার পুল নিয়ে গঠিত ‘কোয়ান্টাম ফাউন্ডেশন’।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- বিশ্ব রক্তদাতা দিবস