কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বরিশাল সিটি নির্বাচনের ‘অনিয়ম’ তদন্তের নির্দেশ ইসির

ডেইলি স্টার নির্বাচন কমিশন কার্যালয় প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১৯:৪১

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে গণমাধ্যমে প্রচারিত অনিয়মের অভিযোগগুলো তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।


আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়েছে, 'গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কতিপয় অনিয়মের কথা প্রচার হয়েছে। একাধিক মিডিয়ায় যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে, বরিশাল সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের ওপর হামলা, বরিশালে হাত পাখার মেয়রপ্রার্থী আহত, লাঠি নিয়ে বিক্ষোভ, বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ হাফিজিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে বুথে ঢুকে ভোটারকে নির্দেশনা দিয়েছেন নৌকার এজেন্ট। এ সময় প্রিসাইডিং কর্মকর্তাকে হুমকি দেওয়া হয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে।'


এসব অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত, দায়ীদের চিহ্নিত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে এ সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও