আমি আরামপ্রিয় না, পরিশ্রমী অভিনেতা: আফরান নিশো
আফরান নিশো বাংলাদেশের একজন মেধাবী অভিনয়শিল্পী। তার অভিনয়ের ভক্ত সব বয়সী মানুষ। যে কোনো চরিত্রে মিশে যাওয়ার প্রবল ক্ষমতা তার আছে। নাটক কিংবা ওয়েব ফিল্ম দুই জায়গাতেই জয়-জয়কার এই অভিনেতার।
এবারের ঈদে সুড়ঙ্গ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক ঘটছে আফরান নিশোর। প্রথম সিনেমা মুক্তি, ক্যারিয়ারের স্ট্রাগল, সাফল্য, তুমুল জনপ্রিয়তাসহ নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
ছোট পর্দা থেকে ওটিটি, তারপর বড় পর্দায় অভিষেক, কীভাবে দেখছেন বিষয়টি?
আফরান নিশো: ছোট পর্দা বড় পর্দা বিশ্বাস করি না, আমি অভিনেতা, অভিনয় করি। ওইভাবে বিচার করি না। অভিনয়টাই এখানে মুখ্য। দর্শকরা একজন শিল্পীর অভিনয় দেখেন। শিল্পীও সব মাধ্যমে অভিনয় করেন। ছোট পর্দায় ছোট অভিনয়, বড় পর্দায় বড় অভিনয় তা না বিষয়টি। পরিস্থিতি বুঝে অভিনয় করতে হয়, গল্প ও পরিবেশের পরিবর্তন হয়। অভিনয়ের ধরন পরিবর্তন হয়। দিন শেষে সব মাধ্যমে অভিনয়টাই করতে হয়।