৩০০ আসনে প্রার্থী প্রস্তুত রেখেছে জাতীয় পার্টি
জাতীয় পার্টি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ৩০০ আসনে প্রার্থী প্রস্তুত রেখেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপি।
আজ মঙ্গলবার (১৩ জুন) সকালে শেরপুর পৌর শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আজ শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আলহাজ মো. ইলিয়াস উদ্দিনকে সভাপতি, উদয়ন গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হক মনিকে সাধারণ সম্পাদক ও আশরাফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।
জিএম কাদের বলেন, আওয়ামী লীগ এবং বিএনপি কারও প্রতি দেশের জনগণের আস্থা নেই। আমরা মহাজোটের শরিক হিসেবে যথাযথ মূল্যায়ন পাইনি। আওয়ামী লীগ একনায়কতন্ত্র কায়েম করেছে। এই অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে পারে একমাত্র জাতীয় পার্টি।