১২ হাজার কোটি টাকার মালিক নোয়েল টাটা, রতন টাটার সঙ্গে তাঁর সম্পর্ক জানেন?
নোয়েল নেভাল টাটা ভারতের অন্যতম ধনী ব্যক্তি ও ব্যবসায়ী হলেও তিনি খুব বেশি লাইমলাইটে থাকেন না। তিনি ট্রেন্ট এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান। মাল্টি বিলিয়ন ডলারের দুটি কোম্পানি চালাচ্ছেন তিনি। এছাড়াও তিনি টাটা ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর এবং টাইটান কোম্পানি ও টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান। অন্যদিকে, নোয়েল নেভাল টাটা বিয়ে করেছেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির বোন আলু মিস্ত্রিকে। তিনি রোহিকা মিস্ত্রির শ্যালকও, যিনি ভারতের অন্যতম ধনী মহিলা।
নোয়েল নেভাল টাটার ক্যারিয়ারের দিকে নজর দেওয়া যাক
নোয়েল রতন টাটা তার কর্মজীবন শুরু করেন টাটা ইন্টারন্যাশনালে। 1999 সালের জুন মাসে তিনি ট্রেন্টের ম্যানেজিং ডিরেক্টর হন। কোম্পানিটি তার মা সিমোন ডুনয়া প্রতিষ্ঠা করেছিলেন। ২০০৩ সালে নোয়েল নেভাল টাটা টাইটান ইন্ডাস্ট্রিজ এবং ভোল্টাসের ডিরেক্টর হন। উল্লেখ্য, ট্রেন্ট ওয়েস্টসাইড এবং বুকস্টোর ল্যান্ডমার্কের মতো ব্যবসা চালায়। অন্যদিকে টাইটানের রয়েছে তানিষ্ক, টাইটান, টাইটান আই এবং ফাস্ট্র্যাকের মতো ব্র্যান্ড।