এমবাপ্পের ক্লাব ছাড়ার চিঠি ‘ফাঁস’, প্রতারণা ভাবছে পিএসজি
সমকাল
প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১৭:৩১
লিওনেল মেসি পিএসজি ছেড়েছেন। সের্গিও রামোসও থাকছেন না। আগামী মৌসুমে পিএসজির জার্সিতে নেইমার জুনিয়রও অনিশ্চিত। প্যারিসের ক্লাবটি কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে নতুন প্রজেক্ট শুরুর পরিকল্পনা নিয়েছিল।
ওই এমবাপ্পেই এখন পিএসজি ছাড়তে চান। ক্লাবটির সঙ্গে তার চুক্তি আছে ২০২৪ সাল পর্যন্ত। চুক্তিপত্রে ঐচ্ছিক এক বছরের চুক্তির কথা বলা আছে। কিন্তু ফ্রান্সম্যান এমবাপ্পে ২০২৫ সাল পর্যন্ত পিএসজি’তে থাকতে চান না জানিয়ে ক্লাবকে চিঠি দিয়েছেন।
এমবাপ্পে ক্লাবকে চিঠি দিতেই পারেন। দুই পক্ষের ওই চিঠি কিংবা ক্লাবে থাকা না থাকার বিষয়ে আলোচনাও হতে পারে। কিন্তু সংবাদ মাধ্যম দি মিরর দাবি করেছে, এমবাপ্পে ক্লাবকে চিঠি পাঠানোর সময় একটা কপি ফ্রান্সের সংবাদ মাধ্যম এল ইকুইপেকে পাঠিয়ে দিয়েছেন।