পরিবার কার্ডে সয়াবিন তেলের দাম কমিয়েছে টিসিবি

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১১:৩৬

আন্তর্জাতিক বাজারে দাম কমতে থাকায় সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দেশের পরিবার কার্ডধারী এক কোটি পরিবার জুন মাসের পণ্য কেনার সময় টিসিবি থেকে এই হ্রাসকৃত মূল্যে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। সম্প্রতি ভোজ্যতেল কোম্পানিগুলোর সংগঠনও বোতলজাত সয়াবিনের দাম লিটারে ১০ টাকা কমিয়েছে।


আজ মঙ্গলবার থেকে সারা দেশে পরিবার কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।


জুন মাসের জন্য টিসিবির দেওয়া মূল্যতালিকায় দেখা যায়, একজন কার্ডধারী ভোক্তা ৭০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল ও ১০০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। আগে সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১১০ টাকা।


এদিকে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেশের ভোজ্যতেল মিল মালিকদের সংগঠন ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন প্রতি লিটার বোতলজাত সয়াবিনের খুচরা দাম কমিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও