You have reached your daily news limit

Please log in to continue


এই বায়ু পরিশোধন টাওয়ার ভারতের দূষণ কমাবে?

বিশ্বের অন্যতম দূষিত শহরের একটি পার্কে গত গ্রীষ্ম থেকে নিবিড়ভাবে চারপাশের বাতাস বিশুদ্ধ করে চলেছে একটি মসৃণ ফিল্টার বা বায়ু পরিশোধন ‘টাওয়ার’, যা পরিচিত ভার্টো নামে।

১৮ ফুট দীর্ঘ এই স্থাপত্য যন্ত্রটি বসানো হয়েছে ভারতের রাজধানী দিল্লির সুন্দর নার্সারি নামের সেই পার্কে। বাতাসে নাইট্রোজেন ও বিপজ্জনক সূক্ষ্ম কণার মাত্রা কমিয়ে এটি চারপাশের বাতাসকে বিশুদ্ধ করে তুলছে। দিনে ৬ লাখ ঘনমিটার বায়ু বিশুদ্ধ করছে এই টাওয়ার, যা ২৭৩টি উষ্ণ বায়ু বেলুনের সমান।

সিএনএন লিখেছে, এখন এই যন্ত্র ব্যবহারে প্রাপ্ত প্রাথমিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে স্থপতিরা ধারণা করছেন, বড় জনসমাগমপূর্ণ এলাকা, আশেপাশের অন্যান্য এলাকা এমনকি পুরো শহরে বায়ু বিশুদ্ধ করার জন্য এই প্রকল্পটি বড় করা যেতে পারে।

এই টাওয়ারের নির্মাতা স্থাপত্য ফার্ম ‘স্টুডিও সিমবায়োসিস’। ভারত ও জার্মানিতে তাদের অফিস রয়েছে। তাদের এই টাওয়ারগুলোতে একটি জ্যামিতিক শেলের ভেতরে পাঁচটি বায়ু ফিল্টার কিউব রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন