ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে দেরি কেন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ০৮:০২

সড়ক সংস্কার ও সেতু নির্মাণের জন্য জমি অধিগ্রহণ নতুন কিছু নয়। এর জন্য ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে এ নিয়ে নানা সময়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগও ওঠে। যেমনটি দেখা যাচ্ছে যশোরের অভয়নগরে।


সেখানে একটি সেতুর নির্মাণ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে চরমভাবে ভুক্তভোগী হয়েছেন জমির মালিকেরা। ক্ষতিগ্রস্তরা মূলত জেলে সম্প্রদায়ের। তাঁরা ক্ষতিপূরণ তো পাননিই, বরং জমিও হারিয়েছেন।


একে তো সংখ্যালঘু সম্প্রদায়, এরপর দরিদ্র জেলে পরিবার—এর জন্য কি তাঁদের বঞ্চিত করা সহজ মনে করা হচ্ছে? বিষয়টি যদি এমনই হয়, তাহলে খুবই দুঃখজনক।


প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, যশোরের অভয়নগর উপজেলায় ইছামতী খালের ওপর নির্মিত ৩০ মিটার দৈর্ঘ্যের পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়েছে। সেখানে এখন প্রায় দ্বিগুণ দৈর্ঘ্যের নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। সেই সঙ্গে সেতুটির সংযোগ সড়কের প্রস্থ বাড়ানো হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও