খুলনায় এগিয়ে খালেক, বরিশালে খোকন

জাগো নিউজ ২৪ বরিশাল সিটি করপোরেশন প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১৯:৪৭

খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ। এখন বিভিন্ন কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা চলছে। দুই সিটিতেই মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থীরা।


খুলনায় মোট ভোটকেন্দ্র ২৮৯টি। এ পর্যন্ত পাওয়া ৭৫ কেন্দ্রের বেসরকারি প্রাথমিক ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক পেয়েছেন ৩৫ হাজার ৫৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আবদুল আউয়াল পেয়েছেন ৯ হাজার ৫০৭ভোট। জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৪৫৭ ভোট।


বরিশাল সিটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৬। এর মধ্যে ২০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত পেয়েছেন ১২ হাজার ৭৮৭ ভোট। আর ইসলামী আন্দোলনের মো. ফয়জুল করিম পেয়েছেন ৩ হাজার ১০৪ ভোট।


খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী পাঁচজন। সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সিটি করপোরেশনের মধ্যে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও