একসঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন 2 হাজারের বেশি যুগল, গণবিবাহের নাম উঠল গিনেস বুক রেকর্ডে
eisamay.com
প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১৭:৩৪
গণবিবাহের নজির। একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন চার হাজারের বেশি তরুণ-তরুণী। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের যুগলেরাই গণবিবাহে সাত পাকে বাঁধা পড়েছেন। বিশ্ব রেকর্ড করে গণবিবাহের অনুষ্ঠানটি স্বীকৃতি পেয়েছে গিনেস বুক রেকর্ডে।
গণবিবাহের আসরে একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন 2143 জন দম্পতি। প্রায় 6 ঘন্টা ধরে চলে সেই বিয়ের অনুষ্ঠান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, গণবিবাহের আয়োজন করেছিল শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থান নামের এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। অনুষ্ঠানটির খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
- ট্যাগ:
- জটিল
- বিশ্ব রেকর্ড
- বিবাহ
- গণবিয়ে