ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ কোটি টাকার লিচু বিক্রির আশা

প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া সদর প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১৭:০৪

ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর লিচুর ফলন ভালো হয়েছে। কিন্তু তাপমাত্রার তীব্রতার কারণে গাছেই কিছু লিচু ফেটে যায়। এ বছর জেলায় প্রায় ৩০ কোটি টাকার লিচু বেচাকেনা হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা ধারণা করছেন। এবার জেলায় প্রথমবারের মতো বেদানা লিচু চাষ করা হয়েছে। 


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলায় লিচুর চাষ হয়। জেলায় প্রায় ১ হাজার ২০০ লিচুবাগান রয়েছে। ২০০২ সাল থেকে বিজয়নগরে বাণিজ্যিকভাবে লিচুর আবাদ শুরু হয়। কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় বিজয়নগরের কিছু ধানি জমিতেও লিচুবাগান করেছেন চাষিরা। উপজেলার বিভিন্ন বাগানে বোম্বে, চায়না টু ও চায়না থ্রি, পাটনাই জাতের লিচু চাষ করা হয়। তবে এ বছর প্রথমবার বেদানা জাতের লিচু চাষ হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও