কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘পিম্পল প্যাচ’ ব্যবহারের সুবিধা অসুবিধা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১৬:১৬

ব্রণের চিকিৎসায় নানান রকমের পণ্য পাওয়া যায়। এর মধ্যে ‘পিম্পল প্যাচ’ অন্যতম।


ছোট এই বস্তু কার্যকারিতার জন্য সহজেই জনপ্রিয়তা লাভ করেছে।


ভারতের হায়দ্রাবাদের ‘দ্যা স্কিন সেন্স, স্কিন অ্যান্ড হেয়ার ক্লিনিকস’য়ের প্রতিষ্ঠাতা, ত্বক বিশেষজ্ঞ ও কসমেটোলজিস্ট ডা. আলিকা সিঙ্গাপুর বলেন, “পিম্পল প্যাচ’ ব্রণ পরিচর্যার রুটিনের একটা মূল্যবাণ সংযোজন। এটা ব্রণের সঠিক চিকিৎসার পাশাপাশি সুরক্ষাও প্রদান করে।” 


এই বিষয়ে তিনি ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে আরও বলেন, “তবে এর সীমাবদ্ধতাগুলো বোঝা জরুরি। ‘পিম্পল প্যাচ’ ত্বক পরিচর্যার একটা অংশ হিসেবে বিবেচনা করতে হবে। অনবরত ব্রণ উঠতে থাকলে বা গুরুতর ব্রণের সমস্যা দেখা দিলে প্যাচের ওপর নির্ভর না করে বরং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত।”


সুবিধা


সুনির্দিষ্ট চিকিৎসা: ‘পিম্পল প্যাচ’ একটা নির্দিষ্ট ব্রণের জন্য কাজ করে। এর দাগ দূর করে, সুরক্ষার স্তর তৈরি করে। আর জ্বলুনি কমিয়ে দ্রুত আরগ্য লাভে সহায়তা করে।


সিবাম শোষণ করে: ‘পিম্পল প্যাচ’ ব্রণ থেকে বাড়তি সিবাম (তেল) শুষে নেয় যা প্রদাহ ও ব্যাক্টেরিয়ার কারণে হওয়া সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়তা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও