![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-06%252F1ef6f49e-a779-4623-b466-6ef67f76c51a%252F82c72e04-1667-4858-a39a-7c4fead6b936.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
লাঠিসোঁটা নিয়ে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের বিক্ষোভ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় দলীয় নেতা-কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করছেন।
আজ দুপুরের দিকে নগরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। এ অবস্থায় তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানান।
ফয়জুল করিম বলেন, ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে এলে ৩০ থেকে ৪০ জন নৌকা-সমর্থক ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেন। হামলায় তিনিসহ তাঁর সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে