গরমের প্রশান্তি জামের লেমোনেড
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১৫:২০
এখন জামের মৌসুম। বাজারে এখন জাম সহজলভ্য। টক-মিষ্টি স্বাদের ছোট ছোট কালো জাম দেখলেই জিভে পানি চলে আসে নিশ্চয়ই!
জামে অনেক পুষ্টিগুণ আছে। ভিটামিন সি, আয়রন, পটাসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্টসহ বিভিন্ন উপাদান আছে জামে।
এই গরমে স্বস্তি পেতে ঘরে চটজলদি তৈরি করে নিতে পারেন জামের লেমোনেড। রইলো তৈরির রেসিপি-
উপকরণ
★জামের রস
★পানি
★চিনি ও
★লেবুর রস।
সবই পরিমাণমতো নিতে হবে।
পদ্ধতি
প্রথমে জাম চিপে রস বের করে নিন। এবার এই রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে পানি, চিনি ও লেবুর রস। ব্যাস তৈরি হয়ে যাবে জামের লেমোনেড।
- ট্যাগ:
- লাইফ
- পানীয় রেসিপি