You have reached your daily news limit

Please log in to continue


বেসিক ব্যাংকের চেয়ারম্যান বাচ্চুসহ ১৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির মামলায় সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুসহ ১৪৭ ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১২ জুন) সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সংস্থাটির সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চার্জশিটে গ্রাহক ১০১ জন, ব্যাংক কর্মকর্তা ৪৬ জন।

দুদক জানিয়েছে, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীসহ এজাহারনামীয় এবং তদন্তে আগত আসামিরা অসৎ উদ্দেশে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে নিজেরা লাভবান হয়েছেন। তাদের বিরুদ্ধে ভুয়া মর্টগেজ, মর্টগেজের অতিমূল্যায়ন এবং মর্টগেজবিহীন বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বেসিক ব্যাংক হতে ঋণ গ্রহণের মাধ্যমে ২ হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৫৯টি মামলা হয়। ৫ জন তদন্তকারী কর্মকর্তা ওই মামলাগুলোর তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেন। সে প্রেক্ষিতে কমিশন ওই মামলাগুলোর চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছেন।

দুদকের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম ৬টি মামলা, উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ১৫টি, মোনায়েম হোসেন ১৭টি, মোহাম্মদ সিরাজুল হক তিনটি, গুলশান আনোয়ার প্রধান ১৮টি মামলার তদন্ত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন