জাপানি দুই শিশুর জিম্মা: ঢাকা জেলা জজ আদালতে চলবে আপিল শুনানি

সমকাল হাইকোর্ট প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১৩:০১

জাপানি দুই শিশু কার জিম্মায় থাকবে- এ সংক্রান্ত আপিল শুনানিতে বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তন চেয়ে শিশুদের বাবা ইমরান শরীফের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।


সোমবার বিচারপতি মামনুন রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে ঢাকা জেলা জজ আদালতে জাপানি দুই শিশু কার জিন্মায় থাকবে- এ সংক্রান্ত আপিল শুনানিতে আপাতত আর কোনো বাধা রইল না।


গত ৬ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ইমরান শরীফের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিমা আক্তার লাভলী আদালত পরিবর্তন চেয়ে আবেদন করেন। এরই ধারাবাহিকতায় সোমবার ওই আবেদনের শুনানি নিয়ে তা খারিজ করেন হাইকোর্ট।


আদালতে ইমরান শরীফের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কামাল হোসেন। অন্যদিকে দুই শিশুর মায়ের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও