বাজনায় ২৭ হাজার খাজনায় ১২ হাজার, ভুল নীতির মাশুল বিদ্যুতে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১১:৪০
বাংলাদেশে মোট বিদ্যুৎকেন্দ্র এখন ১৫৩টি। এর মধ্যে গত ১৫ বছরে বর্তমান সরকারের আমলেই নির্মাণ করা হয়েছে ১২৬টি কেন্দ্র। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৭ হাজার মেগাওয়াট। কিন্তু কারিগরি ত্রুটি, রক্ষণাবেক্ষণ এবং জ্বালানি সংকটের ফলে অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ আছে এবং অনেকগুলো সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। ফলে এই মুহূর্তে সক্ষমতার অর্ধেকও উৎপাদন করা যাচ্ছে না।
উৎপাদন কমে যাওয়ায় সম্প্রতি ভয়াবহ লোডশেডিংয়ের মুখোমুখি হয় সারা দেশ। রাজধানী ঢাকায় কিছুটা কমে এলেও গ্রামে এখনো লোডশেডিংয়ের মাত্রা বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ খাতের করুণ দশার জন্য দায়ী সরকারের ভুল নীতি ও পরিকল্পনা। তারা বলছেন, দেশি উৎস গ্যাসের উৎপাদন বাড়ানোর দিকে জোর না দিয়ে সরকার অতিরিক্ত আমদানি-নির্ভর হয়ে উঠেছে। বিদেশে সংকট তৈরি হওয়ায় এখন আমাদের বিকল্প থাকছে না।