বৃষ্টির অজুহাতে বাড়লো ব্রয়লার মুরগির দাম
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ জুন ২০২৩, ০৮:১৩
ময়মনসিংহে একদিনের বৃষ্টির অজুহাতে কেজিতে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। চাহিদা বাড়ায় দেশি পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়ে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম। ডাল, সবজি, মাছ ও মাংসের দাম স্থিতিশীল।
রোববার (১১ জুন) দুপুরে মহানগরীর প্রধান কাঁচাবাজার মেছুয়া বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
ওই বাজারের মুরগি বিক্রেতা রিপন মিয়া জাগো নিউজকে বলেন, ‘তীব্র দাবদাহের কারণে ব্রয়লার মুরগি মারা যাচ্ছিল। রোগবালাইয়েরও ভয় ছিল। এজন্য খামারিরা কম দামে মুরগি বিক্রি করে দিচ্ছিলেন। যে কারণে বাজারে ব্রয়লার মুরগির দাম কমেছিল। তবে শুক্রবার বৃষ্টি হওয়ায় ও বর্তমানে গরম কিছুটা কমে যাওয়ায় খামারিরা মুরগি বিক্রি করছেন না। যে কারণে ব্রয়লার মুরগি কেজিতে ২০ টাকা করে বেড়ে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে, অন্য মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে।’