তরুণদের আকর্ষণ করতে পারবে বিএনপি?
ইউরোপের দেশ জার্মানিতে ২০১৭ সালের নির্বাচনের আগে কে সরকার গঠন করবে, তা নিয়ে নানামুখী বিশ্লেষণ পড়েছিলাম। তার মধ্যে একটি ছিল– কোন দল ক্ষমতায় যাবে, তা নির্ধারণের ক্ষমতা মূলত প্রবীণদের হাতে। বয়স ৩০ বছরের চেয়ে কম– এমন ভোটারদের ভূমিকা ছিল অনেকটা ছোট বিরোধী দলের মতো। অর্থাৎ নির্বাচনে প্রভাব ফেলার মতো ক্ষমতা সেখানকার তরুণ ভোটারদের ছিল না। ৬০ বছরের বেশি বয়সী ভোটারের হার ৩৬ শতাংশ, আর ৩০-এর কম বয়সী ভোটার মাত্র ১৫ শতাংশ। এ কারণে জার্মানির নির্বাচন ও ভোট বিশেষজ্ঞরা এই পরিসংখ্যান দেখে দেশটির গণতন্ত্রকে ‘অবসরভোগীদের গণতন্ত্র’ হিসেবে চিহ্নিত করেছিলেন।
বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি বছরের ২ মার্চ জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০। বাংলাদেশ পরিসংখ্যানমতে, দেশে জনসংখ্যা এখন প্রায় ১৭ কোটি; ভোটার সংখ্যা তার ৭০ শতাংশ। তবে হালনাগাদ করার পরে এবার চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৯১ হাজার ৪৪০।