You have reached your daily news limit

Please log in to continue


রেসিং উপযোগী হাইড্রোজেন কার দেখাল টয়োটা

দীর্ঘ সময় চার্জ দিতে হয় বলে রেসিং প্রতিযোগিতায় আধুনিক বিদ্যুচ্চালিত যানবাহনের ব্যবহার দেখা যায় না। তবে, এর সম্ভাব্য বিকল্প সমাধান আছে জাপানের গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটার কাছে।

‘জিআর এইচ ২ রেসিং কনসেপ্ট’ নামে নতুন এক গাড়ির ঝলক দেখিয়েছে টয়োটার ‘গাজু রেসিং’ বিভাগ। আর এটি নকশা হয়েছে ফ্রান্সের ঐতিহ্যবাহী রেসিং প্রতিযোগিতা ‘ল্যো মঁ ২৪ আওয়ার্স’-এর নতুন হাইড্রোজেন কার শ্রেণিতে প্রতিযোগিতার উদ্দেশ্যে।

এই গাড়ির বিস্তারিত টয়োটা প্রকাশ না করলেও এর আবেদন একেবারে পরিষ্কার। এটি এমন এক কার্বন নির্গমনমুক্ত গাড়ি, যেটি চার্জিংয়ের বদলে রেসিংয়ের পেছনে বেশি সময় দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

নতুন গাড়ি কবে নাগাদ রেসিং ট্র্যাকে দেখা যাবে, সে সম্পর্কে কোনো তথ্য না দিলেও টয়োটা বলছে, এটি ‘ভবিষ্যৎ প্রতিযোগিতার’ কথা বিবেচনায় নিয়ে তৈরি। ফলে, ‘ল্যো মঁ মেন্স রেস’-এ অভিষেকের আগে কোম্পানি এর প্রযুক্তিতে পরিবর্তন আনলেও অবাক হওয়ার কিছু নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন