You have reached your daily news limit

Please log in to continue


১৪৩১ লিংক অপসারণে বিটিআরসিকে অনুরোধ

গত ১০ মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ১ হাজার ৪৩১টি লিংক অপসারণের জন্য বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ রোববার (১১ জুন) সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো— ফেসবুক, টিকটক, ম্যাসেঞ্জার, ইউটিউব ইত্যাদি নিয়মিতভাবে মনিটর করা হয়। ১২০টি উদ্ভূত সাইবার হুমকির বিপরীতে অ্যালার্ট পাঠানো হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গৃহীত কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন প্রতিমাসে মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হচ্ছে।

ডিজিটাল নিরাপত্তা এজেন্সি থেকে ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত সাড়ে সাত হাজার জনকে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতামূলক সেমিনার বা প্রশিক্ষণ দেয়ার সচেতন করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন