You have reached your daily news limit

Please log in to continue


রোজিনার ফোন পেয়েই হাজির শুভ, বললেন হলে গিয়ে ছবিটি দেখব

‘রোজিনা ম্যাম ও কাঞ্চন স্যার উনারা আমাদের কিংবদন্তি। আমাদের জন্য অনেক বড় প্রেরণার যে আমাদের সিনেমার এমন সময়ে তারা আবার আমাদের পথ দেখানোর জন্য আসছেন। কাজ করছেন। উনারা যদি এখনও বাংলা চলচ্চিত্রের জন্য হৃদয়ে এতো ভালোবাসা রাখতে পারেন, প্রেম রাখতে পারেন। তাহলে আমাদেরও আরও অনেক দায়িত্ব আছে।’চিত্রনায়িকা রোজিনা পরিচালিত ও অভিনীত সিনেমা ‘ফিরে দেখা’সিনেমাকে শুভকামনা জানাতে এসে এভাবেই বলছিলেন আরিফিন শুভ।

আগামী  ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে  ‘ফিরে দেখা’এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন ‘ফিরে দেখা’ টিমের সদস্যরা। রোজিনার ডাকে এই আয়োজনে ফিরে দেখা সিনেমার  শিল্পী না  হয়েও হাজির হোন আরিফিন শুভ। বক্তব্যের শুরুতেই তিনি জানান, আমরা যখন ছোট ছিলাম তখন তাদেরকে দেখেছি, তাদের সিনেমা দেখেছি আজকে এখনও তারা ভালোবেসে কাজ করে যাচ্ছেন। ফিরে দেখার প্রতি আমার শুভ কামনা রইল।

রোজিনা ও ইলিয়াস কাঞ্চনদের অভিনীত সিনেমা দেখে দেখে বড় হয়েছেন আরিফিন শুভ। সেই শুভ এখন ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়ক। তাই ‘ফিরে দেখা’সিনেমার সংবাদ সম্মেলনের দাওয়াতে এড়িয়ে যাননি শুভ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন