You have reached your daily news limit

Please log in to continue


মান্নাতের সামনে ভক্তদের রেকর্ড, ছাদে উঠে নাচলেন শাহরুখ

শনিবার দুপুরবেলায় হঠাৎই নিজের বাংলো 'মান্নাতের এর ছাদে দেখা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। গতকালই  জানানো হয় ভারত ও বাংলাদেশসহ ১৬৬ টি দেশ কাঁপানোর পর এবার পাঠানের যাত্রা শুরু হচ্ছে রাশিয়ায়। সেখানে প্রায় ২৬৮৬ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে 'পাঠান'।

সাধারণত ছবির প্রচারণা, বিভিন্ন উৎসব কিংবা জন্মদিনে মান্নাতের ছাদে দাঁড়িয়ে ভক্তদের দেখা দেন শাহরুখ। তবে এবার তার দাঁড়ানোটা একদম হঠাৎ করেই। এদিকে রাশিয়ায় ‘পাঠান’মুক্তি পাওয়া ছাড়াও ১৮ জুন টিভিতেও মুক্তি পাচ্ছে । ভক্তদের মনে প্রশ্ন তাহলে কী এই খুশিতেই মান্নাতের ছাদে উঁকি দিলেন শাহরুখ? না কারণ অন্য। তবে শাহরুখের ছাদে যাওয়ার কারণ যে কারণেই হোক অপ্রত্যাশিত সময়ে প্রিয় নায়ককে পেয়ে ভক্তদের মাঝে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।

শনিবার কিং খানের বাড়ির সামনে ভক্তরা করে বসেন এক রেকর্ড। প্রায় ৩০০ জন ভক্ত মিলে দুই হাত ছড়িয়ে শাহরুখের সিগনেচার পোজ দেন। সবচেয়ে বেশিসংখ্যক ফ্যান জমায়েত হয়ে কোনো সুপারস্টারের পোজ পারফর্ম করার গিনেস রেকর্ড গড়েন তারা। এ সময়ে ভক্তদের অভিনন্দন জানাতে সবাইকে চমকে দিয়ে শাহরুখ তাঁর বাড়ি মান্নাতের ছাদে ওঠেন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন