![](https://media.priyo.com/img/500x/https://www.rtvonline.com/assets/news_photos/2023/06/11/image-227105-1686477882.jpg)
হিরো আলমের বিরুদ্ধে রিয়া চৌধুরীর জিডি
আরটিভি
প্রকাশিত: ১১ জুন ২০২৩, ১৫:১৫
আলোচিত-সমালোচিত ইউটিউবার হিরো আলমের বিরুদ্ধে এবার জিডি করেছেন তার সহশিল্পী রিয়া চৌধুরী। শুক্রবার (৯ জুন) রাজধানীর বাড্ডা থানায় এই জিডি করেন তিনি।
ওই জিডিতে রিয়া উল্লেখ করেছেন, বুধাবার (৭ জুন) বিকেলে ‘হিরো আলম বগুড়া’ নামক ফেসবুক পেজ থেকে হিরো আলমের কথিত সহযোগী রিয়া মনি (২৭) নামধারী একটি মেয়ে তাকে অশ্লীলভাবে গালাগাল করছেন। এতে হিরো আলমের ইন্ধন রয়েছে বলে জানান। যে কারণে সামাজিকভাবে মানহানি ও ভাবমর্যাদা ক্ষুণ্ন হয়েছে আমার।
- ট্যাগ:
- বিনোদন
- থানায় জিডি
- হিরো আলম
- রিয়া চৌধুরী