সায়েমের পর রিফাতের মরদেহও মিলল পদ্মায়
রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকার পদ্মা নদী থেকে সায়েমের পর মিলল রিফাতের মরদেহও। শনিবার (১১ জুন) গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন তারা।
একদিন পর রোববার (১১ জুন) কয়েক ঘণ্টার ব্যবধানে ওই দুই কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হলো।
রোববার (১১ জুন) ভোর সাড়ে ছয়টার দিকে প্রথমে গোলাম সারোয়ার সায়েমের মরদেহ ভেসে ওঠে। এ সময় স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করে। পরে দুপুর ১২টার দিকে রিফাত খন্দকার গালিবের মরদেহ ঘটনাস্থলে ভেসে উঠে। এ সময় ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে। পরে দুইটি মরদেহই নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। এরপর আইনি প্রক্রিয়া শেষে দুপুরেই রাজশাহী নৌ-পুলিশ পরিবারের সদস্যদের কাছে দুই কলেজ শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, পদ্মা নদীতে ডুবে যাওয়ার পর নিখোঁজ ছিলেন ওই দুই কলেজ শিক্ষার্থী। আজ তাদের মরদেহ দুইটি কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার হয়। এরপর এ উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।