মুসলিম ভোটে ভাঙন ধরলে বিপদ বাড়তে পারে মমতার

প্রথম আলো শুভজিৎ বাগচী প্রকাশিত: ১১ জুন ২০২৩, ১১:৩৫

ভারতের পশ্চিমবঙ্গ বেসামরিক পরিষেবা (সিভিল সার্ভিসেস) পরীক্ষায় সম্প্রতি বাংলা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। সরকারি গেজেটে উল্লেখ করা হয়েছে, এখন থেকে ৩০০ নম্বরের বাংলা ভাষার প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। আগে থেকেই ডব্লিউবিসিএস (ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস) পরীক্ষায় ২০০ নম্বরের ইংরেজি ছিল বাধ্যতামূলক। তবে দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি, উর্দু, সাঁওতালি বা গুরুমুখি ভাষায় ৩০০ নম্বরের পরীক্ষা দিতে পারতেন পরীক্ষার্থীরা। এবার সেই ব্যবস্থার পরিবর্তন হয়েছে। আগামী বছর থেকে নতুন ব্যবস্থা কার্যকর হবে।


রাজ্য সরকারের এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের উর্দু ও হিন্দিভাষী মুসলমান সম্প্রদায় প্রবল ক্ষুব্ধ হয়েছে। ইতিমধ্যে তারা অসন্তোষের কথা জানিয়েছে। তাদের পক্ষে পশ্চিমবঙ্গ ভাষাগত সংখ্যালঘু সমিতি বিষয়টি নিয়ে সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয়ের ভাষাবিষয়ক সংখ্যালঘু বিভাগে অভিযোগ করেছে। উর্দুর পাশাপাশি হিন্দি ও সাঁওতালি ভাষাও পরীক্ষা ব্যবস্থা থেকে অপসারণ করা হয়েছে বলে তারা উল্লেখ করেছে। বিষয়টির কোনো নিষ্পত্তি হয়নি, হওয়ার সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও