জোকোভিচের রেকর্ড ২৩তম গ্র্যান্ডস্লাম শিরোপার মিশন

বণিক বার্তা প্রকাশিত: ১০ জুন ২০২৩, ২১:০২

পুরুষদের টেনিসে ২২টি করে শিরোপা জিত যুগ্মভাবে রেকর্ডের অধিকারী নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। রোববার সন্ধ্যায় নাদালকে পেছনে ফেলে রেকর্ডটা নিজের করে নেয়ার সুযোগ জোকোভিচের সামনে। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ক্যাসপার রুডকে হারালেই রেকর্ড ২৩তম গ্র্যান্ডস্লাম শিরোপার স্বাদ পাবেন সার্বিয়ান সুপারস্টার।


রোববার জিতলে জোকোভিচ ছুঁয়ে ফেলবেন সদ্য অবসর নেয়া আমেরিকান সুপারস্টার সেরেনা উইলিয়ামসকে (২৩), কাছাকাছি পৌঁছে যাবেন অস্ট্রেলিয়ান গ্রেট মার্গারেট কোর্টের, যিনি ২৪টি গ্র্যান্ডস্লাম জিতে উন্মুক্ত যুগের টেনিসে নারী ও পুরুষ মিলে সবার উপরে অবস্থান করছে।  


শুক্রবার রাতে হাইভোল্টেজ সেমিফাইনালে প্রথম দুই সেটে দুর্দান্ত লড়াই হয় জোকোভিচ ও শীর্ষ বাছাই কার্লোস আলকারাজের মধ্যে। দুই সেটেই দুজনের উচ্চমানসম্পন্ন টেনিস মুগ্ধ করে রোলাঁ গারোঁর দর্শককে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও