ঢাকায় বসে সিসি ক্যামেরায় সিলেটের ভোট পর্যবেক্ষণ করবে ইসি
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় এনে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, আমরা ঢাকা থেকে সিসিটিভির মাধ্যমে সব কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করব। কোনো ভোটার যদি ঠিকভাবে ভোট দিতে না পারেন, আপনারা চিৎকার করবেন, আমরা সেখান থেকে বসে ব্যবস্থা নেব।
আজ শনিবার (১০ জুন) সকালে সিলেটে সিটি নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিবুল আউয়াল বলেন, ইভিএম নিয়ে অনেকে অনেক কথাই বলেন। এটার কিন্তু পরীক্ষা অনেক আগেই শেষ হয়ে গেছে। এর ভেতরে জ্বিন-ভূত-প্রেত থাকে বলেও অনেকে বলেছেন। কিন্তু আমরা এই রকম কোনো কিছু পাইনি। ইভিএমে কোনোভাবেই একজনের ভোট অন্যজন দিতে পারে না। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমি নিজেই এর দায়ভার নেব।
আচরণবিধির অভিযোগ এলে প্রার্থিতা বাতিল করার হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন, আপনারা এমন কিছু করবেন না যাতে প্রার্থিতা বাতিল হয়ে যায়।