![](https://media.priyo.com/img/500x/https://static.langimg.com/thumb/100869539/viral-image-100869539.jpg?imgsize=59258&width=700&height=525&resizemode=75)
অটোর ভিতরেই কুশন, ট্রে-টেবিল, ফ্যান! ঝাঁ চকচকে তিন চাকার কাছে হার মানবে দামি গাড়িও
চারিদিকে লাগানো রয়েছে এলইডি লাইট, যাত্রী ও চালকের দিকে কাচের দরজা, জানলা। একইসঙ্গে ট্রে-টেবিল, কুশন, চামড়ায় মোড়া আসন এবং ফ্যানও। কী ভাবছেন? কোনও বিলাসবহুল গাড়ি! অ্যাঁজ্ঞে না, অটোতে উঠলেই পেয়ে যাবেন এমন এলাহি স্বাচ্ছন্দ্য। সম্প্রতি এমনই এক অটোর সন্ধান মিলেছে নেটদুনিয়ায়। যা হেসে-খেলে টেক্কা দিতে পারে কোনও লাক্সারি গাড়িকেও।
স্বল্প সময়ে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যায় অটোতে। বাস কিংবা ট্রেনের চেয়ে যেমন আরামদায়ক যাত্রা, তেমনই সময়ও কম লাগে বলে অনেকেই অটোতে যাতায়াত করতে পছন্দ করেন। যাত্রী আকর্ষণ করার জন্য অনেক সময়েই চালকদের ঝলমলে রং, নজরকাড়া স্লোগান কিংবা মজার পোস্টার অটোর গায়ে সেঁটে দিতে দেখা যায়। কিন্তু সেসব এখন পুরনো। এবার চাইলে অটোর আদলে পেয়ে যেতে পারেন একটি আস্ত বিলাসবহুল গাড়ি। সেই অভিনব যানের ভিডিয়ো দেখলে চোখ উঠবে কপালে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- অটোরিকশা
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল