কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রুবেলের খুঁটির জোর!

সমকাল মিজান শাজাহান প্রকাশিত: ১০ জুন ২০২৩, ০১:৩১

আদর্শবান নেতাকে সহযোদ্ধা, কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা করে। বিপরীতে মাস্তানকে সবাই ভয় এবং ঘৃণা করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল দাবি করেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে সবাই তাঁকে ভয় পেত, এখনও পায়।’ বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর একটি ফোনালাপে এ অশোভন বক্তব্য পাওয়া গেছে। বিতর্ক পিছু না-ছাড়া ছাত্রলীগ সভাপতি রুবেল সেই ফোনালাপে আত্মঘাতী মন্তব্যও করেছেন। নিজের কর্মীকে অন্যদের দিয়ে মার খাওয়ানোর স্বীকারোক্তি উঠে এসেছে সেই ফোনালাপে।


৩২ সেকেন্ডের সেই অডিও রেকর্ডে রুবেলকে বলতে শোনা যায়, ‘...রমজাইন্নারে মারতে হইছে আমার? ...রমজাইন্নারে কোপ পড়ছে না? অনেক লাফাইছে না? লাফাইছে রমজান। ওই হিসাবে পড়ি গেছে। সব কিছু মুখে বলতে হবে কেন?’ ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে রুবেলের মন্তব্য জানার চেষ্টা করেও তাঁকে পায়নি সমকাল। একটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি যখন একজন ছাত্রকে জখম করার জন্য কৌশল আঁটেন এবং সেই পরিকল্পনার কথা স্বীকার করেন, তখন ফৌজদারি অপরাধে তাঁর বিচার হওয়া উচিত। একই সঙ্গে ছাত্রলীগের কোনো পদে থাকার নৈতিক ভিত্তি তাঁর থাকার কথা নয়। বারবার বিতর্কিত কর্মকাণ্ড করেও কোন খুঁটির জোরে রেজাউল হক রুবেল টিকে আছেন?


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও