You have reached your daily news limit

Please log in to continue


ইউক্রেনের জন্য পাল্টা আঘাত সহজ নয়

ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত বসন্তকালীন পাল্টা আক্রমণ কি অবশেষে শুরু হয়েছে? পঞ্জিকায় এখনও ভরা গ্রীষ্ম চললেও এর উত্তরটি নির্ভর করছে আপনি কাকে জিজ্ঞাসা করছেন তার ওপর। রাশিয়ান কর্মকর্তারা বলেছেন– হ্যাঁ, এটি শুরু হয়েছে। কিছু মার্কিন কর্মকর্তাও এমনটা মনে করছেন। কিন্তু ইউক্রেনীয়রা সরাসরি এ দাবি প্রত্যাখ্যান করেছেন। ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি ড্যানিলভ বুধবার রয়টার্সকে বলেছেন, ‘আমরা যখন পাল্টা আক্রমণ শুরু করব, তখন সবাই এটি সম্পর্কে জানবে, দেখতে পাবে।’

গত বছর পাল্টা আক্রমণের পরিপ্রেক্ষিতে আসা ইউক্রেনের জয়গুলো চিহ্নিত করা সহজ ছিল। সেপ্টেম্বরে ইউক্রেন চুপিসারে তার বাহিনীকে খারকিভ অঞ্চলে নিয়ে যায়। এক পর্যায়ে তারা আক্রমণকারী রুশ বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। রুশ বাহিনী হতাশ হয়ে পড়েছিল। ইউক্রেন শেষ পর্যন্ত নভেম্বরে খেরসন শহর এবং আশপাশ এলাকা মুক্ত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন