You have reached your daily news limit

Please log in to continue


হজ করে ফিরেই অভিনয় থেকে দূরে কাবিলা

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ কাবিলা। পুরো নাম নজরুল ইসলাম শামীম হলেও ‘কাবিলা’ নামেই পরিচিত যে অভিনেতা। একসময় পার্শ্বচরিত্রে অভিনয় করে পর্দা কাঁপিয়েছেন। কাজ করেছেন রাজ্জাক, জসীম, আলমগীরদের মতো কিংবদন্তী তারকাদের সঙ্গে। কমেডি কিংবা ইতিবাচক যেই চরিত্রই হোক, দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনয়ের মধ্যে দিয়ে। 

তবে সমসাময়িক সময়ে এখন আর পর্দায় দেখা মিলছে না কাবিলার। এফডিসি কিংবা চলচ্চিত্রপাড়ায়ও দেখা মেলে না তার মুখ। কেনো অভিনয় থেকে হঠাৎ করেই এই দূরে সরে যাওয়া?

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাবিলা জানিয়েছেন সেই কারণ। এই অভিনেতা জানান, ‘২০১৭ সালে নিয়ত করলাম হজে যাব। পরে আমার ওয়াইফকে নিয়ে হজে যাই। হজ থেকে ফেরার পরে একটা সময় ছবিতে অভিনয় ছেড়ে দেই।’

কাবিলা বলেন, ‘এখন আর আগের মতো সিনেমার বাজার নেই। সিনেমা হল বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা জেলাতে সিনেমা হল বন্ধ। আমাদের সময় হাজারের ওপরে সিনেমা হল ছিল। এখন তো একশ-দেড়শ সিনেমা হল। অনেক প্রযোজক চলে গেছেন। প্রোডাকশন বন্ধ করে দিয়েছেন। তেমন ছবিও হয় না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন