বিজ্ঞাপনসহ স্ট্রিমিং সেবা চালুর পরিকল্পনা করছে অ্যামাজন প্রাইম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ জুন ২০২৩, ২২:২৮
নিজস্ব ভিডিও স্ট্রিমিং সেবা ‘প্রাইম ভিডিও’তে বিজ্ঞাপন সমর্থিত নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে স্ট্রিমিং জায়ান্ট ‘অ্যামাজন ডটকম’।
বুধবার মার্কিন বাণিজ্য দৈনিক ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলছে, বেশ কয়েক সপ্তাহ ধরে এই বিষয়ে আলোচনা চলছে। এরইমধ্যে একই সুবিধা চালু করেছে নেটফ্লিক্স ও ওয়াল্ট ডিজনি।
উচ্চ মুদ্রাস্ফীতি ও সুদের হার বৃদ্ধিতে বিনোদন’সহ বিভিন্ন খাতে মানুষের খরচে লাগাম পরায় নতুন গ্রাহক খুঁজে পাওয়ার গতিতে কিছুটা ভোগান্তিতে পড়েছে স্ট্রিমিং শিল্প।
ওয়াল স্ট্রিটের প্রতিবেদন অনুসারে, প্রাইম ভিডিও চ্যানেলে বিজ্ঞাপনভিত্তিক স্ট্রিমিং ব্যবস্থা চালুর লক্ষ্যে ওয়ার্নার ব্রাদার্স, প্যারামাউন্ট-এর মতো শীর্ষ বিনোদন কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করছে অ্যামাজন।