সংলাপ হবেই, তবে এখনই নয়!
টানা তিন দফা ক্ষমতায় আসীন রয়েছে আওয়ামী লীগ। ২০০৯ সাল থেকে ক্ষমতা ভোগ করছে দলটি। এখন দলটি তৃতীয় দফা ক্ষমতার শেষ সময় পার করছে। চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে। বড় দুই দলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ চায় নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন, আর বিএনপির দাবি তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার ব্যবস্থার।
রাজনৈতিক এ সংকট কাটাতে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা দলগুলোর মধ্যে সংলাপের বিষয়টি সামনে আসছে। সেই সংলাপের আলোচনায় ঘি ঢেলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের এই উপদেষ্টার এক বক্তব্যের পর রাজনৈতিক মহলের সংলাপ প্রক্রিয়া নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিজ দলের নেতারাও ভিন্ন মতানৈক্য প্রকাশ করেছেন। আবার কেউ কেউ সংলাপের পক্ষ নিয়েও কথা বলছেন। কিন্তু সংলাপ নিয়ে ক্ষমতাসীন দলের দ্বিমুখী বক্তব্যে রাজনীতিতে বিতর্ক সৃষ্টি হয়েছে।
২০১৮ সালের নির্বাচনের মতো দ্বাদশ নির্বাচনেও সংলাপ হতে পারে। তবে সেই সংলাপের সময় এখনই বলে মনে করছেন ক্ষমতাসীন দলটির সিনিয়র নেতারা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, “বিএনপি তো সংলাপ করতে চায় নাই, তারা সংলাপ করতে চাইলে করতে পারে। এতে অসুবিধা কী? যদি তারা কথা বলে, যদি তারা নাই আসে তাহলে আমরা কেন করতে যাব, তাই না?”